Logo
বাঁকুড়ার ম্যাচা সন্দেশ
Logo
অত্যন্ত জনপ্রিয় রাঢ় বাংলার একটি সন্দেশ হল ম্যাচা সন্দেশ
Logo
অন্যান্য মিষ্টির মত ছানা দিয়ে নয়, বেসন দিয়েই বানান হয় ম্যাচা সন্দেশ
Logo
এই সুস্বাদু মিষ্টির সামনে বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা এবং নবদ্বীপের লাল দইও হার মানে
Logo
বাঁকুড়ার মানুষের শেষ পাতে ম্যাচা সন্দেশ না হলে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়
Logo
বাঁকুড়া জেলাতেই কত ধরনের মিষ্টি! ছাতনার প্যাড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু আর বেলিয়াতোড় এর ম্যাচা সন্দেশ
Logo
২০০ বছরের পুরনো এই মিষ্টি দূর্গাপুর থেকে বাঁকুড়া যেতে বেলিয়াতরে প্রসিদ্ধি পেয়েছে
Logo
ছোলার বেসনকে গুঁড়ো করে তা দিয়ে প্রথমে গাঁঠিয়া ভাজা হয়
Logo
সেই গাঁঠিয়া গুঁড়ো করে বিশেষ পাক দিয়ে তৈরি হয় এই সন্দেশের বাইরের খোলা
Logo
ভেতরে ক্ষীর, এলাচ, নারকেল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি একটি বিশেষ মিশ্রন দিয়ে তৈরি হয় পুর
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন