পাঁঠার মাংসের দামে ময়ূরের মত মুরগি 

পাঁঠার মাংসর দামে মুরগির মাংস! কি আছে এই মাংসে? জানলে আশ্চর্য হবেন

দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাসাত আসলেই আপনি দেখতে পাবেন টাইগার মুরগি

টাইগার মুরগি আসলে কী?

দেখতে অনেকটা ময়ূরের মত মুরগির একটি প্রজাতি 

মুরগির ওজন প্রায় ১৮ থেকে ২০ কেজি হয়ে থাকে

যার বাজার মূল্য ৫০০  থেকে ৬০০ টাকা 

রাজ্যে বেশিরভাগ পোল্ট্রি এবং বয়লার মুরগির মাংস খেয়ে থাকেন সকলে

এই মুরগির মাংস এতটাই সুস্বাদু যে একবার খেলেই বারবারই খেতে ইচ্ছে হবে 

দক্ষিণ বারাসাতের এক বাসিন্দা এই মুরগি চাষ করেন 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন