গ্রামে গঞ্জের মাঠে ঘাটে দেখতে পাওয়া যায় এই পাতা। দেখতে সাধারণ হলেও, থানকুনি পাতার গুণ অনেক
থানকুনি পাতার ভেতর লুকিয়ে রয়েছে বহু ঔষধি গুন। গ্রাম বাংলায় আদিকাল থেকেই থানকুনি পাতা ব্যবহারের প্রচলন রয়েছে
চিকিৎসকরা বলেন, থানকুনি পাতা প্রতিদিন খেতে পারলে, পেটের রোগে ভুগতে হবে না
পেটের যেকোন রকম রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় থানকুনি পাতা
থানকুনি পাতা পেটের আলসার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
থানকুনি পাতা নিয়মিত খেলে হজম ক্ষমতা বাড়ায়
এগজিমা, হাঁপানি রোগ সারাতে ব্যবহার করা হয় থানকুনি পাতা
ডায়রিয়ার প্রকোপ কমাতে অনেক সময় থানকুনি পাতা ব্যবহার করতে বলেন চিকিৎসকরা।
কোথাও কেটে গেলে, সেখানে থানকুনি পাতা থেঁতো করে লাগিয়ে দিতে বলা হয়। তাহলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকিয়ে যায়
থানকুনি পাতা নিয়মিত খেলে ত্বকের সতেজতা বৃদ্ধি পায়।থানকুনি পাতা নিয়মিত খেলে কমে মানসিক অবসাদ।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন