বিনা পেট্রোলে গাড়ি চালালেন বাঁকুড়ার ব্যবসায়ী

 বাঁকুড়ার রাস্তায় সোলার  চালিত গাড়ি চালিয়ে তাক লাগালেন বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গার বাসিন্দা মনোজিৎ মন্ডল।

আস্ত একটি ন্যানো গাড়িতে সম্পূর্ণ সোলার কার বানিয়ে বাঁকুড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ব্যাবসায়ী মনোজিৎ বাবু।

বিন্দুমাত্র পেট্রোল প্রয়োজন হয় না এই গাড়িতে। এমনকি কোনো ইঞ্জিন ছাড়াই চলছে গাড়ি।

 মাত্র ৩০ থেকে ৩৫ টাকায় ১০০ কিলোমিটার চলে এই পেট্রোল বিহীন "সোলার কার"। 

বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দামে দগ্ধ হচ্ছে সাধারণ মানুষ।

এমন সময় সৌরশক্তি চালিত গাড়ি বানিয়ে দিশা দেখাচ্ছেন বাঁকুড়ার মনোজিৎ। প্রতি কিলোমিটারে খরচ মাত্র ৮০ পয়সা। 

প্রায় নিঃশব্দে চার নম্বর গিয়ারে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এই বিস্ময় গাড়িটি। 

জীবাশ্ম জ্বালানির সমস্যা সমাধানে এবার পথপ্রদর্শক হলেন বাঁকুড়া জেলার মনোজিৎ মন্ডল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন