এতো ছোট মানচিত্র! 

কোনও প্রশিক্ষণ ছাড়াই ছবি এঁকে তাক লাগালেন এই ছাত্র

ছোট থেকে কোনও অঙ্কন প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ পায়নি ছবি আঁকার

নিজের ইচ্ছেতে ছবি আঁকতে গিয়েও পাড়া-প্রতিবেশী থেকে শুনতে হয়েছে বহু গঞ্জনা

তবুও হার না মানা লড়াই চালিয়েছে এই স্কুল ছাত্র

মনের জোরকে সঙ্গে করে ছবি আঁকা চালিয়েছে পশ্চিম মেদিনীপুরে দাঁতনের প্রত্যন্ত গ্রাম 

সাদা কাগজের উপরে পেন্সিল দিয়ে এঁকেছে ক্ষুদ্র ভারতের ম্যাপ, যা দীর্ঘ ২.৬ সেন্টিমিটার এবং প্রস্থ ২.৪ সেন্টিমিটার

সামান্য কৃষক পরিবার থেকে বড় হয়ে ওঠা লক্ষণের বাবা তপন পট্টনায়ক সামান্য চাষের কাজ করে সংসার চালান

নিজের মনের জোর ও অদম্য ইচ্ছেকে সঙ্গে করে নিজের থেকে শিখেছে ছবি আঁকা

কখনও রবীন্দ্রনাথ, কখনও স্বামী বিবেকানন্দ, আবার কখনো বিমুর্তভাবের ছবি আঁকে লক্ষণ

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন