পাটকাঠির দেবদেবীর মূর্তি চমকে দেবে আপনাকেও
পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন শিলিগুড়ির এই যুবক
ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালবাসেন মিঠুন মণ্ডল
ছবি আঁকার সঙ্গে সঙ্গেই নতুন কিছু বানানোর তাগিদ তাঁর বরাবরই ছিল
সেই থেকেই পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন বিধাননগরের এই যুবক
২০ বছর ধরে ছবি আঁকছেন তিনি
ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করার শখ ছোটবেলা থেকেই ছিল
সেই থেকেই পাটকাঠি দিয়ে বানিয়ে ফেললেন দুর্গা মূর্তি
তা দেখতেই ভিড় শহরের মানুষের
দাম রেখেছেন ১০০০ থেকে শুরু করে ৭০০০ টাকা
একইসঙ্গে জগন্নাথের মূর্তি, সরস্বতীর মূর্তি, মা কালীর মূর্তি বানিয়ে ফেলেছেন পাটকাঠি দিয়ে
দেশলাই কাঠি দিয়েও তিনি ছোট্ট দুর্গা বানিয়েছে