চোখ বন্ধ করেই পড়ে ফেলছে পুরো বই! 

দক্ষের দক্ষতা দেখে অবাক সকলে

চোখ বন্ধ করেই সে পড়ে ফেলতে পারে আস্ত একটি বই!

১১ বছরের ছোট্ট খুদের প্রতিভাতে মুগ্ধ সকলেতবে এই খুদের ছোটবেলায় পড়াশোনায় মন বসত না

ছোটবেলায় কথা বলার সময় কথাগুলি অস্পষ্ট ছিল,পরীক্ষাতে ভাইভাতে সবসময় পিছিয়ে থাকতো সে

সেই থেকেই এই গল্পের সূত্রপাত, দক্ষের এর মা একজন নিউরো ল্যাঙ্গুইস্টিক প্র্যাকটিশনার

তিনি ছেলের উচ্চারণ স্পষ্ট করার জন্য সংস্কৃত শেখান

মেডিটেশন, বিভিন্ন রকম থেরাপির মাধ্যমে ছেলে হয়ে ওঠে দক্ষ প্রতিভা

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম আছে তার"ম্যাক্সিমাম নাম্বার নেম রিকল্ড ইন ওয়ান মিনিট ওয়াইল বিং ব্লাইন্ড ফোল্ডেড" ক্যাটাগরিতে নামও উঠেছে

তার প্রতিভাকে আরও নিখুঁত করতে মিউজিক হিলিংয়ের ব্যবস্থা করা হয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন