নেপালের পশুপতিনাথ দর্শন এবার শিলিগুড়িতেই

নেপালের কাঠমান্ডু এবং মধ্যপ্রদেশে পর এই প্রথম হল বাংলায়

কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের আদলে শিলিগুড়িতে তৈরি হল পশুপতিনাথ মন্দির

মহাশিবরাত্রির দিন ১০৮ কলস নিয়ে কলস শোভাযাত্রায় মধ্য দিয়ে এই মন্দিরের শুভ উদ্বোধন হয়

রাজস্থান থেকে আনা পঞ্চমুখ শিবলিঙ্গ এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে

উল্লেখ্য, নেপালের পশুপতি নাথ মন্দিরটি বাগমতি নদীর কাছে অবস্থিত

সেই আদলেই শিলিগুড়ির এই মন্দিরটি মহানন্দা নদীর কাছে স্থাপন করা হয়েছে

মন্দির নির্মাণে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে মন্দির কমিটি জানিয়েছে

এই মন্দিরে স্থাপিত পঞ্চমুখী শিবলিঙ্গ ভারতের রাজস্থান থেকে নেওয়া হয়েছে

মহা শিবরাত্রির দিন থেকে ৭দিন ধরে শিব মহাপুরাণেরও আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন