শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর

বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে

বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প ঘরানা পটচিত্র এদের হাত দিয়েই আজ বেঁচে আছে

ছাতনা থেকে শুশুনিয়া যাওয়ার পথে ডানদিকে একটি রাস্তা নিয়ে নিতে হয় ভরতপুর 

জৈব পদ্ধতিতে বানানো রং দিয়ে দেওয়াল এবং বিভিন্ন পটে চিত্র অঙ্কন করে আসছে ভরতপুরের পট শিল্পীরা

আদিম গুহা মানবের চিত্রের মত কিছুটা এই পট অঙ্কনগুলি

মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী বা গাথা আঁকা থাকে এই পট গুলিতে

ছবির মত সাজানো এই গ্রামে গেলেই দেখতে পাবেন দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে বিভিন্ন চিত্র

ছবির মত সাজানো এই গ্রামে গেলেই দেখতে পাবেন দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে বিভিন্ন চিত্র

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন