৭০ টাকায় ল্যাপটপ শাড়ি! পাওয়া যাচ্ছে শান্তিপুরে! জানুন কেন এত কম দাম!
এই শাড়ি বর্তমানে রফতানি করা হয় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। তার প্রধান কারণ এখানকার শাড়ির দাম অত্যন্ত কম।
বাহা, ল্যাপটপ ইত্যাদি বিভিন্ন ট্রেন্ডিং বস্তুর সঙ্গে মিলিয়ে নাম রাখা হয় শাড়ির।
বর্তমানে শান্তিপুরের এক জনপ্রিয় শাড়ি যার নাম ল্যাপটপ। শুধু নামই নয় নামের পাশাপাশি দামেও অত্যন্ত সস্তা।
শান্তিপুরের শাড়ি বিক্রেতাদের থেকে জানা যায় ৭০ থেকে ৮০ টাকার মধ্যে প্রতি পিস পাওয়া যায় ল্যাপটপ শাড়ি।
তবে কোন ব্যক্তি যদি চান এই দামে এক পিস শাড়ি কিনতে তা কিন্তু অবশ্যই ওই দামে পাওয়া যাবে না।
তারা জানান এখানেই শাড়িগুলি মূলত তৈরি হয় এবং এখান থেকেই কাপড় বিক্রেতারা পাইকারি হারে এই শাড়ি গুলি কেনেন।
পাইকারি হারে এই শাড়িগুলোর দাম ৭০ থেকে ৮০ টাকা করে প্রতি পিস ধার্য করা হয়ে থাকে।
বর্তমানে ল্যাপটপ শাড়িটির চাহিদা অত্যন্ত বেশি। শান্তিপুরে গেলেই পাওয়া যাবে এই শাড়ি!
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন