দার্জিলিং থেকে প্রথম মহিলা পাইলট হলেন সাক্ষী প্রধান

সাক্ষী গত ১৫ মার্চ গুরুগ্রামে ইন্ডিগো এয়ারলাইন্সের A-20 জুনিয়র ফার্স্ট অফিসার হিসেবে যোগ দিয়েছেন

সাক্ষী দার্জিলিংয়ের প্রথম মহিলা পাইলট হিসেবে কমার্সিয়াল এয়ারক্রাফট পাইলট লাইসেন্স পেয়েছেন

স্কাইবর্ন এভিয়েশন লিমিটেডের মাধ্যমে 

তিনি প্রথম ইন্ডিগো ক্যাডেট পাইটল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তিনি উত্তীর্ণ হয়েছিলেন

পরে নিউ দিল্লিতে তিনি গ্রাউন্ড ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন তিনি

পরে তিনি আমেরিকার ফোনিক্সে চলে যান

সেখানে তিনি এফএএও কমার্সিয়াল এয়ারক্রাফট পাইলট লাইসেন্স পান

মাল্টি ইঞ্জিন ও ইনস্ট্রুমেন্ট রেটিং প্রোগ্রামেও তিনি অংশ নিয়েছিলেন

ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন তিনি

মেয়ে যে তার স্বপ্নকে ছুঁতে পেরেছে এটা ভেবে আপ্লুত পাহাড়ের বাসিন্দারা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন