রেস্তোরাঁর মোজিটোর স্বাদ এবার শহরের রাস্তায়!
কিউবা দ্বীপের অতি জনপ্রিয় একটি পানীয়ের নাম মোজিটো
কথিত আছে এই মোজিটো রোগ প্রতিরোধ করার জন্য একটি ঔষধি পানীয় হিসেবে ব্যবহার করা হত
অসুস্থতা থেকে বাঁচতে এতে পুদিনা পাতা, চুন এবং আখের শরবতের সাথে একটি মুন শাইন রাম-টাইপ অ্যালকোহল মেশানো হত
তবে এই জনপ্রিয় পানীয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বের সর্বত্র
এই সুস্বাদু পানীয় এতদিন পর্যন্ত পাওয়া যেত শুধুমাত্র নামিদামি রেস্তোরাঁয়
এখন এই পানীয় পাওয়া যাচ্ছে কোচবিহারের রাস্তার একটি ফলের রসের দোকানে
রেস্তোরাঁর থেকেও অনেক কম দামে মাত্র ৬০ টাকা প্রতি গ্লাস মূল্যে পাওয়া যাচ্ছে
লেবু, পুদিনা পাতা, সোডা এবং নিজস্ব কিছু মশলা দিয়ে তিনি এই মোজিটো তৈরি করে বিক্রি করছেন
গরমের দুপুরে এই মোজিটো এক গ্লাস খেলেই শরীর একেবারে তরতাজা হয়ে ওঠে