সেতার বাদক থেকে রাজা! অদ্ভুত ইতিহাস এই রাজবাড়ির

পঁচেটগড় পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীণ রাজবাড়ির অন্যতম

সঙ্গীত নাটক সাহিত্য প্রভৃতি শিল্পকলায় সারা বাংলা আলাদা স্থান লাভ করেছে এই রাজবাড়ি

প্রায় সাড়ে চারশো বছরের বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে এখনও স্ব-মহিমায়

রাজবাড়ীর ইতিহাসে জড়িয়ে আছে মোঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে ভারতের প্রখ্যাত সঙ্গীত যদু ভট্ট 

এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ ইতিহাস

এই রাজবাড়ির পূর্বপুরুষ কালা মুরারিমোহন দাসমহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক

 তাঁর সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লীর মুঘল দরবারে

তার কাজে খুশি হয়ে মোঘল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গীর দান করেন

পঁচেট গড়ের জমিদাররা ছিলেন সঙ্গীত, শিল্প ও ধর্মের সত্যিকারের সহযোগী

রাজবাড়ি মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির। কুল দেবতা কিশোররাই জিউর মন্দির, পঞ্চরত্ন শীতলাদেবী মন্দির, শ্রী শ্রী পঞ্চেশ্বর শিব মন্দির

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন