কুমড়ো ফুলে সারে এইসব রোগ!
কুমড়ো গাছের ফল,ফুল, কাণ্ড থেকে বীজ সবটাই আহারযোগ্য
কিন্তু সেসবের মধ্যেও কুমড়োর ফুল বিশেষ স্বাস্থ্য গুণের অধিকারী
বিভিন্ন রোগব্যাধি এমনকী হাড় মজবুত করতেও সক্ষম এই ফুলটি
এতে কোনও ফ্যাট নেই, আছে ক্যারোটিন উপাদান যা আমাদের শরীরে কোলেস্টেরল জমতে দেয় না
উচ্চমাত্রায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই ফুল আমাদের হজমে সাহায্য করে যার কারণে ওজন কম থাকে
কুমড়ো ফুল চর্মরোগ প্রতিহত করতেও সাহায্য করে
ভিটামিন সি সংক্রমণ ঠেকায় সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে
এতে থাকা আলফা ক্যারোটিন উপাদান টিউমার হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে
কুমড়ো ফুলে রয়েছে অ্যান্টি এইজিং উপাদান, ফলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।