ভুট্টা চাষে মিলবে দারুণ লাভ

খরচ অতি সামান্য, অথচ লাভ প্রচুর

ভুট্টা চাষ করে দারুণ লাভের মুখ দেখছেন নদিয়ার চাষী 

ভুট্টা এমন এক ধরনের চাষ যে চাষে বেশি খরচ নেই 

কেবলমাত্র ১৫ কাঠা জমিতে এ বছর তিনি আড়াই বিঘা জমি ভুট্টা চাষ করেছেন এবং ফলন খুব ভালো হয়েছে

বিঘা প্রতি ১২ থেকে ১৩ কুইন্টাল ভুট্টা হয়

ভুট্টা চাষ করে নজিরবিহীন সাফল্য পেয়েছেন নদিয়ার দেবীপুর গ্রামের চাষী নায়েব শেখ

শুধুমাত্র দেবীপুর নয় পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের কৃষকরা ভুট্টা চাষ করেছেন এবং অত্যন্ত ভালো ফলন হয়েছে এবার 

মূলত এবার হাইব্রিড ভুট্টা চাষ করা হয়েছে সমস্ত জায়গায়

এবছর সাড়ে তিনশো হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বলে কৃষি অধিকারী জানান

কৃষকদের এই সাফল্য কৃষি আধিকারিকদের যথেষ্ট সাফল্য এনে দিয়েছে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন