স্কুলের মধ্যে আশ্চর্য কিচেন গার্ডেন

শিক্ষকদের উদ্যোগেই স্কুলের মধ্যেই বানানো হলো কিচেন গার্ডেন।

নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

শিক্ষকরা উদ্যোগ নিয়েই টবের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজির ফল ইত্যাদি চারা রোপন করেন।

প্রত্যেকটি গাছেই ভেজালহীন ফল ও সবজি ফলে এবং সেগুলি রান্না করা হয় মিড ডে মিলে।

টমেটো ফুলকপি বাঁধাকপি ব্রকোলি বিট ইত্যাদি বিভিন্ন ধরনের চারা লাগানো হয়েছে।

বাজারের রাসায়নিক এবং ভেজাল যুক্ত শাকসবজি খাওয়াতে চান না শিক্ষকরা।

সেই কারণেই স্কুলের মধ্যেই কিচেন গার্ডেন করার উদ্যোগ শিক্ষক শিক্ষিকাদের

কিচেন গার্ডেনের শাকসবজি দিয়েই রান্না করা হয় মিড ডে মিলের খাবার

শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগের ফলে খুশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরাও

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন