মাথায় ছাতা আর একটু অহংকারী 

মাঝারি থেকে বড় পাখি বাড়িতে রাখতে চাইলে কাকাতুয়া আদর্শ। কাকাতুয়ার স্বভাব যেমন মিষ্টি, তেমনি দুষ্টু। আবার একটু অহংকারীও।

কাকাতুয়ার স্বভাব যেমন মিষ্টি, তেমনি দুষ্টু। আবার একটু অহংকারীও।

কাকাতুয়া বিশেষভাবে জনপ্রিয় এদের কথা বলার শক্তির জন্য। 

অনবরত এদের কথা বলানোর প্রশিক্ষণ দিয়ে গেলে, অবিকল আপনার কথা নকল করতে পারে।

তিন থেকে পাঁচ মাসের বাচ্চাদের সমান বুদ্ধি ধরে একটি কাকাতুয়া পাখি।

সাদা কাকাতুয়ার মাথায় ছাতার মতো ঝুঁটি থাকার জন্য, এর নাম আমব্রেলা কাকাতুয়া। 

এই পাখির দাম অনেকটাই বেশি। সাদা কাকাতুয়া বাড়িতে আনতে চাইলে আপনাকে লাখখানেক টাকা খরচ করতে হবে।

একটি কাকাতুয়া গড়ে ৪০ থেকে ৮০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন