সহজে বাড়িতেই বানান দোকানের মত পিৎজা
প্রথমে বাজার থেকে একটি স্ট্যান্ডার্ড সাইজের পিৎজা ব্রেড কিনতে হবে।
তারপর সেই পিৎজা প্লেটে মেয়োনিজ, তন্দুরি সস, এবং পিৎজা সস দিয়ে পিৎসা ব্রেডে ভালো করে লাগাতে হবে
এরপর বাড়িতে তৈরি করা ছোট ছোট করে কাটা রান্না করা চিকেন দিয়ে দিতে হবে।
বানানো চিকেনে পিৎজা সস বা পিৎজা মাসালা ব্যবহার করা যেতে পারে।
এরপর পিয়াজ ,রেড ,ইয়েলো এবং গ্রিন বেলপেপার সঙ্গে সুইট বেবিকর্ন দিতে হবে পরিমাণ মত।
এবার ভালো করে চিজ গ্রেট করে ওপর থেকে গার্নিশ করতে হবে।
সঙ্গে আমেরিকান হ্যালোপিনিও দিলেও দেয়া যেতে পারে।
অবশেষে যদি পিৎজা মেকার না থাকে তাহলে বাজার থেকে কেনা বারবিকিউ টর্চ ব্যবহার করা যেতে পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন