জঙ্গলের ফুল মহুয়া ফুল

জঙ্গলমহলের প্রচলিত ফুল মহুয়া। মূলত গ্রীষ্মকালীন সময়ে পাওয়া যায় এই মহল ফুল বা মহুয়া।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এ দেখা মেলে এই গাছ।

মহুল ফুলের"মহুল ফুল" বা "মহুয়া ফুল" জঙ্গলমহলের গ্রীষ্মকালীন এক অনন্য সম্পদ। 

পরিবেশ বিজ্ঞানীদের মতে, বসন্তের শেষ সময় থেকে মহুল ফুল ভরে যায় জঙ্গলমহলের সবুজ গাছে। 

 হালকা সবুজ রঙের দেখতে এই মহুয়া ফুল স্বাদেও বেশ।

চৈত্রের তীব্র দাবদাহের মধ্যেও এই ফুল বেশ রসালো হয় আর স্বাদে অম্লমধুর। 

গাছের নিচে যেন হালকা সবুজের কার্পেট গোছানো থাকে মহুল ফুলে।জঙ্গলমহলে সকাল হতে না হতেই মহুল ফুল কুড়োনোর ব্যস্ততা দেখা যায়। 

 মহুয়ার পাতা, বাকল, ফুলের নির্যাস ও তেলের বীজ নানা রোগের চিকিত্সায় বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।

এই ফুলের নির্যাস থেকে এক বিশেষ ধরনের অ্যালকোহল সমৃদ্ধ পানীয় বানানো হয়ে থাকে। যা ট্রাইবাল জনগোষ্ঠীর অন্যতম এক পানীয়। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন