থোড়ের উপকারিতা
আপনারা কি জানেন কলা গাছের থোড় আপনাকে একটি ভয়ানক রোগ থেকে বাঁচাতে পারেন।
তার কারণ কলা গাছে ঠোঁট থেকে ডাইবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী।
থোড়ের রস শরীরের থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে।
থোড়র রসের সঙ্গে যদি এলাচ মিশিয়ে খাওয়া যায়, মুত্র নালীর রোগ থেকে নির্মূল করে।
থোড় লেবুর রস মিশিয়ে খাওয়া যায় তাহলে গলব্লাডার স্টোন
এড়ানো সম্ভব
থোড়ের রস যদি খাওয়া যায় তাহলে মানুষের ওজন কমাতে সাহায্য করবে।
পাশাপাশি থোড়ের রস নিয়মিত যদি আপনি খাওয়া যায় তাহলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে
রোগ নিয়ন্ত্রণে এটি বেশ উপকারী সবজি