রবি ঠাকুরের পর সম্ভাব্য এই প্রথম এক নোবেল বিজয়ী এলেন রাঙামাটিতে
প্রচারের আড়ালে থাকা এই শান্তির দূত পদার্পণ করেন জানুয়ারি মাসের ১০ তারিখে
আশ্চর্য এটাই যে এমন একটি ঐতিহাসিক দিনের খবরই রাখলো না কেউ
পৃথিবীতে ল্যান্ড মাইনকে নিষিদ্ধ করার জন্য বিশেষ অবদান রয়েছে এই মানুষটির
১৯৯৭ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান তিনি
মাত্র ২০ বছর বয়সে ইজরায়েলে পড়াশোনা করতে যান
সেখানেই পরিত্যক্ত একটি ল্যান্ড মাইন বিস্ফোরণের কারণে পা হারান তিনি। তারপর সাম্প্রদায়িক সন্ত্রাস এবং ল্যান্ড মাইনের বিরুদ্ধে চলতে থাকে শান্তির লড়াই
বাঁকুড়া জেলার রুরাল ডেভলপমেন্ট সোসাইটির কাজে মুগ্ধ তিনি। তাই ব্রাজিলের পর ভারতবর্ষের বাঁকুড়াকে বেছে নেন
প্রিনসেস ডায়ানার শেষ হিউম্যানিটেরিয়ান কাজেও যুক্ত ছিলেন জেরি হোয়াইট
মধ্যপ্রাচ্যের জর্ডনের রানী নুরের সঙ্গেও কাজ করেন নোবেল জয়ী জেরি হোয়াইট
২০২৪ এ আবারও আসতে পারেন জেরি হোয়াইট
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন