হলুদ পাখনার কাকাতুয়া টিয়া-সহ নানা প্রজাতির পাখিতে সেজে উঠেছে পাখিরালয়
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কয়েক বছর আগে তৈরী করা হয় কান্দি নারায়ণধার পার্ক
এখানেই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে মিনি পাখিরালয়
আর এই পার্কে হলুদ কাকাতুয়া টিয়া-সহ নানারকমের পাখি দেখতেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ
ইট-কাঠ-কংক্রিটের শহরে কমে যাচ্ছে পাখিদের বসবাসের আস্তানা
সেই বিপন্নতার মধ্যেই মুর্শিদাবাদ শহরের পাখিদের অন্যতম ঠিকানা তৈরী হয়েছে কান্দি নারায়ণধার পার্কের মধ্যে
প্রকৃতিপ্রেমীদের এবং পাখি পর্যবেক্ষকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পাখিরালয়
বেঙ্গালুরু থেকে আনা হয়েছে হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া, আবার আনা হয়েছে হলুদ টিয়া পাখি থেকে বিভিন্ন প্রজাতির পাখি
হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া কে চা ও বিস্কুট খাওয়ানো হয়ে থাকে
শুধু তাই নয় অবসরে সময় নিয়ে করে পেন নিয়েও খেলা করে কাকাতুয়া
ছোটদের কথা ভেবে তৈরি করা এই পাখিরালয়ে সমান তালে মজে ছোটবড় সকলেই
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন