কলকাতার কাছেই আছে এক টুকরো সুন্দরবন! জানেন কি?
সুন্দরবনে যেতে মন চাইছে কিন্তু কাজের ব্যস্ততায় সময়ের অভাবে যেতে পারছেন না!
একদিনের মধ্যেই কলকাতার খুব কাছাকাছি সুন্দরবনের অনূভুতি নিন টাকির গোলপাতা জঙ্গলে
এই জঙ্গল উত্তর ২৪ পরগনার জেলার টাকিতে অবস্থিত
টাকি পূবের বাড়ি, রাজবাড়ী ঘুরতে ঘুরতে ম্যানগ্রোভ অরণ্যাবৃত মিনি সুন্দরবনে পৌঁছে যাবেন
গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল
ইছামতী নদীর তীরে এই জঙ্গল আর তার ওপারেই বাংলাদেশ
ইচ্ছে হলে নৌকায় চড়ে বাংলাদেশের খুব কাছ থেকে ঘুরেও আসতে পারেন
কিভাবে যাবেন? ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে
প্রায় ২ ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন