নিউটাউনে যুদ্ধবিমান!

নিউটাউনে রয়েছে নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম।

ইকো পার্কের মত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার  খোলা থাকছে এয়ারক্রাফট মিউজিয়াম

তবে শনি ও রবিবার ছুটির দিনে দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকছে সর্বসাধারণের জন্য

২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসে ভারতীয় নৌ সেনা তাঁদের অব্যবহৃত একটি যুদ্ধবিমান (টুপোলেভ টিইউ-১৪২) প্রদান করে কেএমডিএ কে

রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানের চারটি ইঞ্জিন ও আটটি প্রপেলার আছে, যা ট্রার্বোপ্রপ প্রযুক্তিতে তৈরি

‘অ্যালবাট্রস’ নামে পরিচিত এই যুদ্ধবিমান ১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়

কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যুদ্ধবিমান

বিমানের অন্দরে প্রবেশ করে দর্শনার্থীরা ককপিট, পাইলটের বসার জায়গা সম্পর্কে  জানতে পারছেন

দেখতে পাচ্ছেন কী ভাবে যুদ্ধবিমানের ভিতর মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুত রাখা হয়

ভারতীয় নৌসেনার যুদ্ধবিমান সজ্জিত এই মিউজিয়াম, রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্র্যাফট মিউজিয়াম

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন