৬ টাকায় এক কিলো আম! কিনুন
ফলের রাজা আম! এবছর আমের ফলন অনেক বেশি হয়েছে।
তবে এবার গরমও পড়েছে ভীষণ। চলছে হিট ওয়েভ! মানুষ বাইরে বেরোতেই পারছে না। সেখানে আমের কী অবস্থা হতে পারে ভাবুন।
কেন এত কম দাম আমের? এই প্রশ্ন নিশ্চয় জাগছে মনে। জানলে অবাক হবেন!
গল্প মনে হলেও এটাই সত্যি। হিমসাগর থেকে বিম্বাই, গোপাল খাসের মতো আম বিক্রি হচ্ছে ঢালাও।
কিন্তু আমের দাম এত কম কেন?
এদিকে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নেই। তাই বাধ্য হয়েই মাত্র ৬ টাকা কিলোতে আম বেঁচতে বাধ্য হচ্ছেন চাষিরা।
তাই গোটা রাজ্যেই জলের দরে বিকোচ্ছে আম! কিনুন আর খান!
এদিকে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নেই। তাই বাধ্য হয়েই মাত্র ৬ টাকা কিলোতে আম বেঁচতে বাধ্য হচ্ছেন চাষিরা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন