ব্যক্তির শখ দেখে তাজ্জব সাধারণ মানুষ
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের আকড়শা নগর এলাকার বাসিন্দা শেখ সেরাফত আলী
পেশায় কাঠমিস্ত্রি হলেও ছোট থেকেই তার নেশা নানান উদ্ভাবনী জিনিস তৈরীর
শখের বসে তিনি বানিয়ে ফেলেছেন আস্ত একটি চার চাকার গাড়ি
আর সেই গাড়ি চড়ে বাজারে যাওয়া-আসা কিংবা নানান কাজ সারছেন তিনি
প্রায় মাস খানেকের চেষ্টায় তিনি তৈরি করেছেন ইলেকট্রিক চালিত চারচাকা গাড়ি
বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ দিয়ে এই গাড়ি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা
একবার চার্জ দিলেই তা চলবে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত
এই গাড়ির নাম দিয়েছেন হোমমেড মনো ই-কার
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন