হারিয়ে যাওয়া পট শিল্প বেঁচে আছে এই গ্রামে
পট চিত্রের জন্য বিখ্যাত পিংলার নয়া গ্রাম
দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন পিংলার পট শিল্প দেখতে
পিংলা এলে এবার বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতে তৈরি মিউজিয়াম
যেখানে রয়েছে দেশ-বিদেশের নানা হারিয়ে যাওয়া ইতিহাস
বেশকিছু পুরনো মুদ্রা, হারিয়ে যাওয়া নানান পট চিত্র, যেমন কালীঘাটের পট, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার পটচিত্র
বাহাদুর চিত্রকর, পিংলার নয়া গ্রামের এক প্রখ্যাত পট শিল্পী
কাঠের মুখোশ, সিন্দুক, গরু গাড়ি, ঢেঁকি-সহ নানান প্রাচীন গ্রাম্য ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছেন তারই সংগ্রহশালায়
শুধু তাই নয়, বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, হারিয়ে যাওয়া নানা পুঁথি, বইও সংগ্রহে রয়েছে তাঁর
রয়েছে বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানান ধরনের পুরনো বাঁশি, একতারা, দোতারা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন