লাক্ষা গয়না! জানেন কোথায় পাওয়া যায়? 

পুরুলিয়া জেলার বলরামপুরের অন্যতম একটি শিল্প লাক্ষা

লাক্ষা কিট থেকেই লাক্ষা সংগ্রহ করে আগুনের গলিয়ে তৈরি হয় নানান জিনিস

তার মধ্যে অন্যতম হল লাক্ষার তৈরি বিভিন্ন চুরি ও ব্যাঙ্গেলস

লাক্ষার চুরি তৈরি করার পদ্ধতি হল প্রথমে আগুনে পরিমান মতো গালা গলিয়ে চুরির আকার দিতে হবে 

তারপর কাঠের লাঠিতে সেই গরম চুরিকে নিখুঁত ভাবে গোল আকৃতি করতে হবে

ডিজাইনের জন্য রয়েছে আরও অন্যান্য জিনিসপত্র

বর্তমানে এই লাক্ষা তৈরি চুরি ও ব্যাঙ্গেলস এর ব্যাপক চাহিদা বাড়ছে

এরই পাশাপাশি হিন্দি ভাষাভাষী মানুষদের বিয়েতে ব্যবহৃত চুড়াও তৈরি হচ্ছে এই লাক্ষা থেকে

শুধু পুরুলিয়া জেলাতেই নয় কলকাতা, রাচি, ঝাড়খন্ড, রাজস্থান প্রভৃতি বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এই চুরি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন