কুলফি আইসক্রিম গ্রামে গিয়েছেন কি?

মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া দাসপাড়া

এই দাসপাড়া গ্রামে ২৫ টি পরিবার তার কুলফি মালাই আইসক্রিম তৈরির পেশার সঙ্গে যুক্ত

তাই এই গ্রাম কুলফি আইসক্রিম গ্রাম হিসেবেই পরিচিত 

দৈনিক ১২০ - ১৩০ টি আইসক্রিম তৈরি করে স্বর্নিভর হচ্ছেন গ্রামের যুবকরা

দৈনিক সাতশো টাকার বেশি আর্থিক রোজগার হয় প্রতি কুলফি বিক্রেতারা, জানালেন এক বিক্রেতা

১০কেজি দুধ ক্রয় করা হয়, যার দাম পড়ে প্রতি কেজি ৫০টাকা করে

প্রায় ৭০০ টাকা খরচ পড়ে কুলফি আইসক্রিম তৈরি করতে

১০কেজি দুধে ১২০পিস কুলফি তৈরি করা হয়ে থাকে বলেই জানান কুলফি বিক্রেতারা

গ্রীষ্মের প্রবল গরমে কুলফি খেতে সবাই ভালবাসে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

Your Page!