বহু রোগের মুক্তিতে মহৌষধ এই শাক!
রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্ত ভালো রাখতে জুড়ি নেই কুলেখাড়ার
বর্তমান সময়ে বহু মানুষের সমস্যা রক্তে দেখা দিচ্ছে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম
তা কয়েকদিনে সমাধান কুলেখাড়া নিয়মিত খেলে
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে, কুলেখাড়া শাকসিদ্ধ করে খেলে উপকার পাওয়া যায়
২ বা ৪ চামচ কুলেখাড়ার রস গরম জলের সঙ্গে মিশিয়ে খেলেও দারুন উপকার পাওয়া যায়
কুলেখাড়া বাংলার মানুষের কাছে অতি পরিচিত এবং সহজলভ্য
এই শাক কমবেশি সারা বছর পাওয়া যায়, বর্ষা ও শীতে গ্রামে মাঠে-ঘাটে প্রচুর দেখা যায়
এই পাতা ও কাণ্ড সিদ্ধ বা কাঁচা রস করে খাওয়া যায়
ঘুমের সমস্যা দূর করতে, কুলেখাড়া গাছের শিকড় দারুন কার্যকরী
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন