অবশেষে মাটির নীচ থেকে উঠে এল কলকাতার ইতিহাসে সবচেয়ে বড় কামান
দীর্ঘ প্রচেষ্টার পর সুরক্ষিতভাবে মাটির তলা থেকে তুলে আনা হল ঐতিহাসিক এই কামানটিকে
ইতিহাসবিদদের মতে, ১৭৬৪ নাগাদ কামানটি তৈরি হয়ে থাকতে পারে
দমদমে যশোর রোডের ধারে কীভাবে এল কামানটি?
বিশেষজ্ঞদের মত, কামান উদ্ধার স্থল থেকে ক্লাইভ হাউজের দূরত্ব প্রায় এক কিলোমিটার
সম্ভবত, কামানটি যুদ্ধের কাজে লাগানো হয়েছিল
পরে হয়তো এই কামান দমদম সেন্ট্রাল জেলের সামনে রাখা হয়েছিল অসংরক্ষিত অবস্থায়
অবহেলায় পরে থেকে বৃহৎ আকারের দুটি কামান ধীরে ধীরে মাটির নিচে চাপা পরে যায়
অনেকেই আবার বলছেন, নবাব সিরাজদৌলার আমলের কামানও হয়ে থাকতে পারে এটি
মাটির নীচে সিইএসসি-র অসংখ্য হাই ভোল্টেজ বিদ্যুতের কেবল থাকায় বন্ধ করতে হয় কাজ
তখন কামানের শুধু পাঁচ ফুট বার করা গিয়েছিল
উদ্ধার হওয়া ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা কামানটি দৈর্ঘ্যের নিরিখে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত কলকাতার সব চেয়ে বড় কামান
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন