কে বলেছে শুধু কথা বলেই মনের ভাব প্রকাশ করা যায়। খুদে একরত্তির সঙ্গে অবলা পাখির ভালোবাসা দেখলে এমন চিন্তা ভাবনা ভুলেও আর মাথায় আসবে না
একরত্তি পড়ুয়া অঙ্কিতা বাগদি শিবপুর প্রাথমিক বিদ্যালয় ভর্তি হয়েছে সদ্য। আর অঙ্কিতা যখনই স্কুলে আসে, তখন এই অঙ্কিতার সঙ্গে সঙ্গে ক্লাসরুম পর্যন্ত চলে আসে শালিক পাখি মিঠু
যতক্ষন অঙ্কিতা ক্লাসরুমে থাকে, ততক্ষণ মিঠুও থাকে সেখানেই। মিঠুর মুখে খাবার তুলে দেয় অঙ্কিতা। আবার অঙ্কিতা বাড়ি চলে গেলে মিঠু ফিরে যায় নিজের বাসায়
শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে এলাকার বহু ছোট ছোট ছেলে মেয়ে পড়াশোনা করতে আসে রোজ। এবছরই শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে স্থানীয় এলাকার বাসিন্দা অঙ্কিতা বাগদি
আর যেদিন থেকে অঙ্কিতা বিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেদিন থেকে তার সঙ্গে বিদ্যালয় পর্যন্ত আসছে মিঠু। অন্য পাঁচটা বন্ধুর সঙ্গে স্কুলে আসে অঙ্কিতা
আর যখন অঙ্কিতা স্কুলে আসে, তখন গাছ থেকে উড়ে এসে সটান অঙ্কিতার কাঁধে অথবা মাথায় বসে পড়ে মিঠু। যতক্ষণ অঙ্কিতা ক্লাসরুমে থাকে, ততক্ষণ মিঠুও থাকে সেখানে
অঙ্কিতার দেখা দেখি এখন অন্যান্য পড়ুয়া, এমনকি শিক্ষকরাও মিঠুর মুখে খাবার তুলে দেয়। একটি পাখির সঙ্গে মানুষের এমন ভালোবাসার নজির দেখে অবাক শিবপুর এলাকার মানুষ
অঙ্কিতা জানিয়েছে, যেদিন সে মিঠুকে দেখতে পায় না, সেদিন তার মন খারাপ হয়ে যায়
শিক্ষকরা জানাচ্ছেন, যেদিন অঙ্কিতা বিদ্যালয়ে আসে না, সেদিন দেখা যায় না মিঠুকে। ছটফট করে নানা দিকে ঘুরে বেড়ায় মিঠু
শুধু অঙ্কিতা নয়, এখন মিঠুকে ভালোবেসে ফেলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য পড়ুয়ারাও