Heading 2

জলপাইগুড়ির কাঁপাচ্ছে "KGF"-এর " বাড়ী মা " পিচকারি 

Heading 2

কি ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো।

Heading 2

দক্ষিণী সুপারস্টার KGF খ্যাত যশের (yash) সিনেমায় হাতে ‘‘বাড়ী মা’’ বন্দুক ছিল।

Heading 2

সেই বন্দুকের স্টাইলকে সামনে রেখে জলপাইগুড়ির বাজারে রং দোকানে ঝুলছে “বাড়ী মা" পিচকারি বন্দুক ।

Heading 2

ক'দিন পরই দোল উৎসব ছোট থেকে বড় সকলেই এই উৎসবে সমানভাবে সামিল হন।

Heading 2

সকাল থেকে রং আর পিচকারি হাতে নেমে পড়তে দেখা যায় তাদের।

Heading 2

সামনে যাকেই পাওয়া যায় তাকেই নানা রঙে রাঙিয়ে দেওয়ার রীতি চলে আসছে বহু বছর ধরে। 

Heading 2

আর বাচ্চারাই বেশি কিনছে KGF সিনেমার বন্দুকের বাড়ী মা" মত দেখতে পিচকারি।

Heading 2

সেই সঙ্গে   নানান ধরনের লাইটিং চশমাও বিকোচ্ছে দেদার।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন