বাংলায় কেদারনাথ মন্দির
বসিরহাটে এবার কেদারনাথের আদলে তৈরি হল কেদারনাথ মন্দির
আর এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন
একই আদল, একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে বুঝি কেদারনাথ মন্দিরে এসেছেন
বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে
বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে
উল্লেখ্য কয়েক বছর আগে এলাকার কয়েকজন যুবক হিমালয়ের বুকে উত্তরাখন্ডে কেদারনাথে গিয়ে এই মন্দির তৈরির মনবাসনা তৈরি করে
বাড়ি ফিরেই এই মন্দির তৈরি শুরু করেন উদ্যোক্তারা
এই মন্দির দেখতে হিমালয়ের বুকে গড়ে ওঠা কেদারনাথের মত হলেও আকারে অত বড় নয়
স্থানীয়দের যৌথ সহায়তায় নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে
সব মিলিয়ে বসিরহাটে গড়ে ওঠা এই কেদারনাথ মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন