গুড়ের লাড্ডুর জনপ্রিয়তা

পুরুলিয়ার বিখ্যাত গুড়ের লাড্ডু। 

এই লাড্ডুর টানে বহু মানুষ ছুটে আসেন পুরুলিয়া জেলায়। 

কমবেশি জেলার প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই এই লাড্ডু তৈরি হয়ে থাকে। 

পুরুলিয়া জেলায় বরাবরই তীব্রমাত্রায় গরম পড়ে।

এই লাড্ডুর টানে বহু মানুষ ছুটে আসেন পুরুলিয়া জেলায়। 

জেলা মানুষ এই গরমের মধ্যেই প্রতিনিয়ত নিজেদের কাজের জন্য ছুটে চলেন বিভিন্ন প্রান্ত।

তাই পুরুলিয়া জেলার মানুষদের অন্যতম একটি পছন্দের একটি খাবার আঁখের গুরের লাড্ডু। 

বেসনের তৈরি বোঁদের সঙ্গে আঁখের গুড় মিশিয়ে এই লাড্ডু তৈরি করা হয়। দামও থাকে একেবারেই সাধ্যের মধ্যে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন