সুন্দরবনে পালিত হল 'বিশ্ব বন দিবস’
২১ মার্চ মঙ্গলবার ছিল 'বিশ্ব বন দিবস
বনবিভাগের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রামে গতকাল তাই এই দিনটি পালন করা হয়
গাছ থাকলেই নিরাপদ থাকবে পরিবেশ, অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি সবুজ বন পরিবেশের ভারসাম্য বজায় রাখে
তাই সব ধরনের বনের গুরুত্ব ও তা টিকিয়ে রাখতে সচেতনতা বৃদ্ধি করা দিবসটি পালনের মূল লক্ষ্য
ওই দিন সবাইকে বন ও বৃক্ষ সম্পর্কিত কাজ করবার জন্য উৎসাহিত করা হয়
স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় মানুষজন এদিন নদীর পাড় ধরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে পথ পরিক্রমা করেন
প্রতিবেশী বন্যপ্রাণীদের রক্ষার পাশাপাশি সমগ্র সুন্দরবনের অস্তিত্ব বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে
এই বার্তা ছড়িয়ে দিতেই পথে নামা বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত মানুষজন
গ্রামের লাগোয়া নদীর ধারের ম্যানগ্রোভ গাছে গাছে মাটির ভাঁড় বেঁধে বাসা বানিয়ে দেওয়া হয়েছে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন