কারি পাতা অনেক রোগে উপকারি
দক্ষিণ ভারতীয় খাবারে আধিক্য দেখা যায় কারি পাতার।
রান্না আরও সুগন্ধি করে তুলছে ব্যবহার করা হয় কারি পাতার।
তবে শুধু রান্নাঘরই নয়, কারি পাতার রয়েছে একাধিক ঔষধি গুনও।
তবে শুধু রান্নাঘরই নয়, কারি পাতার রয়েছে একাধিক ঔষধি গুনও।
রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার, ভিটামিন ক্যালসিয়াম, আইরন।
প্রতিদিন সকালে চার পাঁচটি কারি পাতা চিবিয়ে খেলে পাওয়া যায় অনেক উপকার।
কারি পাতায় রয়েছে ভিটামিন এ সহ একাধিক পুষ্টিগুণ।
নিয়মিত কারি পাতা খেলে গলে যায় চর্বি।কারি পাতা বাটা খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন