হাওড়ায় গঙ্গা দূষণ রোধে
নৌ-অভিযান
গঙ্গা দূষণ রোধ,পরিবেশ ও মাটি রক্ষায় সচেতনতার বার্তা দিচ্ছে হাওড়া এক প্রতিষ্ঠান
মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গাবক্ষে এক কায়াক নৌকা অভিযান সংগঠিত করা হল
আয়োজক হাওড়া জগাছা যুবশক্তি ফাউন্ডেশন ও নবদ্বীপের যোগ শিক্ষার বিশিষ্ট প্রতিষ্ঠান যোগায়ন
গত ১১ ই মার্চ আটটি কায়াক নৌকায় ১২ জন অভিযাত্রী হাজারদুয়ারী থেকে অভিযান শুরু করেন।
দীর্ঘ এই নদীপথে তাঁরা দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করা, পরিবেশ ও মাটি রক্ষার বিষয়ে প্রচার করেন
তিনদিনে এই নদীপথ পাড়ি দিয়ে এদিন বিকেলে অভিযাত্রীদল পৌঁছোন নবদ্বীপের দেয়ারাপাড়া ঘাটে।
তাঁদের পক্ষে গৌরগোপাল সাহা বলেন,‘গঙ্গানদীতে যেভাবে দূষণ ছড়াচ্ছে তাতে ভবিষ্যতে সমূহ বিপদ তৈরি হচ্ছে।’
তিনি বলেন সে বিষয়ে গঙ্গাতীরের বাসীন্দাদের সচেতন করতেই এই অভিযান।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন