শিল্পীর হাতের জাদুতে এই বাড়িতে স্থান পেয়েছে প্রায় দেড়শত ঋষি মনীষী ও মহাপুরুষ
২৬ বছর আগে এই শিল্পকর্মের সূচনা। তারপর এক একটি মূর্তি গড়া
শিল্পী শিব ঘোষের বসত বাড়িটি একটি আস্ত মিউজিয়াম, দুইতলা ঘর, বারান্দা, ছাদ সর্বত্রই ছড়িয়ে রাখা বিভিন্ন মডেল
মডেল গুলি কোনোটি মাটির কোনোটি ফাইবার আবার কোনোটি ধাতব
বিভিন্ন জীবজন্তুর মূর্তি থেকে দেব-দেবীর মূর্তিও সবই রয়েছে
আশ্চর্যের বিষয় হলো, এত শিল্পকর্ম একজন মানুষের দ্বারা কি করে সম্ভব!
হাওড়ার বি গার্ডেন এলাকার ঘোষ বাড়িতে পৌঁছলে এমনটাই মনে হবে, বিভিন্ন সময়ে বহু বিশিষ্ট মানুষ এসেছেন এই বাড়িতে
এসেছন সে সময়ের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতাপচন্দ্র চন্দ্র, নেতাজি পরিবারের সদস্য কৃষ্ণা বসু
শিল্পীর লক্ষ্য এ ধরনের প্রায় ২০০ টি ঋষি ও মনীষী থেকে বিশিষ্ট ব্যক্তির মূর্তি গড়া
এ পর্যন্ত বিভিন্ন পশুপাখি দেব দেবী-সহ এবং ১৫০ টি ঋষি মনীষী মহাপুরুষদের মূর্তি রয়েছে
একাধারে দক্ষ শিল্পী পাশাপশি তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত, গৃহ শিক্ষকতা করেই তার সংসার চলে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন