কীভাবে চিনবেন লাল, মিষ্টি তরমুজ? জানুন

এই গরমে তরমুজ খেতে যেমন সুস্বাদু এবং এই গরমে সুস্থ থাকতেও দারুন উপকারি তরমুজ।

তরমুজের মাথার দিক খেয়াল করুন৷ যদি দেখেন হলুদ রং ধরেছে তাহলে তাহলে বুঝবেন তরমুজ পাকা৷

তরমুজ হাতে নিয়ে দেখুন৷ যদি ভিতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝবেন তরমুজ এখনও কাঁচা রয়েছে৷ 

পাকা তরমুজে প্রচুর জল থাকে৷ ফলে তরমুজ ভারী হয়৷

তরমুজের গায়ে হাত দিয়ে আওয়াজ করে দেখুন৷ পাকা তরমুজে এমন আওয়াজ হবে বুঝবেন ভিতরে জল রয়েছে৷

যদি অতিরিক্ত ভারী আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকে গিয়েছে৷

তরমুজের আকৃতি খেয়াল করুন৷ যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি৷

তরমুজের উজ্জ্বল রং দেখে বোকা হবেন না৷ পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে৷

ভাল করে দেখুন তরমুজের গায়ে কালো ছোপ আছে কিনা৷ যদি থাকে তাহলে টিপে দেখুন৷

যদি দেখেন নরম তাহলে তরমুজে নেবেন না৷ বেশি পাকা তরমুজ নরম হয়ে যায়৷

তরমুজ হাতে নিয়ে শুঁকে দেখুন৷ যদি পাকা, মিষ্টি গন্ধ বেরোয় তাহলে বুঝবেন তরমুজ পাকা৷ 

বেশি পাকা গন্ধ বেরোলে কিনবেন না৷ আবার কাঁচা গন্ধ বেরোলেও কিনবেন না৷

তরমুজের মাথার দিক হাত দিয়ে টিপে দেখুন৷ যদি বেশি শক্ত হয় তাহলে বুঝবেন কাঁচা রয়েছে এখনও৷

আবার বেশি নরম হলেও বুঝবেন বেশি পেকে গিয়েছে৷ হালকা নরম হলে তবেই কিনুন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন