বাড়িতে সহজে বানান আমসত্ত্ব ! জানুন পদ্ধতি

প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। তারপর সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

পাকা আম ২টি, চিনি ১ কাপ, বিট লবণ আধা চা চামচ, তেজপাতা ১টি, কাঁচা মরিচের গুঁড়ো আধা চা চামচ, পাঁচ ফোড়ন, শুকনো মরিচ ভাজা, জল লাগবে!

গরম থাকাকালীন একটি ঝাঝরির সাহায্যে সেদ্ধ আমগুলো ম্যাশ করে নিন। জল যেন না থাকে! একটি প্যান গরম করে তাতে সেদ্ধ আমের পাল্প ও চিনি ঢেলে দিন।

ভাল করে নেড়েচেড়ে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে!

নাড়তে নাড়তে যখন আঁঠালোভাব হবে তখন নামিয়ে নিন! বড় প্লেটে সরিষার তেল মাখিয়ে রাখুন! 

এবার ওই পাত্রে ঢেলে দিন গোটা রান্নাটি!

দু'দিন কড়া রোদে শুকিয়ে নিন।  রঙ যখন লালচে খয়েরি হবে তুলে নিন!

এরপর ছুরি দিয়ে কেটে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। দীর্ঘদিন ভাল রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন