৪০০ বছর ধরে রীতি মেনে হয় এই মেলা
আনুমানিক ৪০০ বছরের ঐতিহাসিক দিঘির মেলা শুরু হল
আমবারুনি দিন থেকে শুরু হয় এই মেলা
প্রাচীন রীতি মেনে আজও চলে আসছে মেলা
এই মেলা হয় আরামবাগের ডিহিবায়রায় এলাকায়
দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত এসে দীঘিতে স্নান করে পাশেই থাকা দেবী দুর্গা মন্দিরে পুজো দেন
আরামবাগের গড়বাড়ির রাজা রণজিৎ রায় বিশালক্ষী মায়ের মন্দিরে স্বপ্নাদেশ দর্শন পেয়ে মা দুর্গাকে কন্যা রূপের এই মন্দিরে পূজা করেন
আম এবং শাখা দিয়েই দেবী দুর্গা পুজোর হয় এখানে
আগে মানুষ গরুর গাড়ি করে দেখতে আসত এই মেলা
এই মেলাতে বিখ্যাত ছিল কাঠের দোকান, মাদুরের দ্রব্য