বাঁশের বাঁশির মতো সুর, তবু বাঁশের নয়!

এই বাঁশি তৈরী জলের পিভিসি পাইপ দিয়ে!,তবে তার সুর অবিকল বাঁশের বাঁশির মতো

ছোট থেকেই বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত  হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সৌভিক পাল

দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু সম্মান, এমনকী বাংলা সিনেমাতেও তার বাঁশির সুর শোনা গেছে 

তিনি একাধারে যেমন শিল্পী তেমনি উদ্ভিদ প্রেমীও আবার তার প্রিয় বাঁশি, সেও তো আসে উদ্ভিদ থেকেই

তরাই অঞ্চলে এক বিশেষ বাঁশ ‘তালদা বাঁশ’,এই বাঁশ থেকেই তৈরি হয় বাঁশি

একটি বাঁশ থেকে একটি বা দুটি বাঁশি পাওয়া যায়

কিন্তু গাছের ক্ষতি না করেই কীভাবে বানান যায় বাঁশি? সেই ভাবনা থেকেই পাইপ দিয়ে বাঁশি বানিয়েছেন

বাজারে পাইপ ফ্লুট আছে কিন্তু তার সুর কখনওই বাঁশের বাঁশির মতো নয়

তাই তিনি বেছে নিয়েছেন পিভিসি পাইপ, তবে আসল চ্যালেঞ্জটা কাঠের সুরের মতন সুর তৈরি করা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন