এবার হোলিতে ঠান্ডাই চকলেট

এবছর রঙের উৎসবকে আরও রাঙিয়ে তুলতে হাজির কাস্টমাইজড চকোলেট

আর এই ঠান্ডাই ফ্লেভারের চকোলেট ও হোলির থিমের নানান চকোলেট নিয়ে হাজির হায়দার পাড়ার বাসিন্দা মন্দিরা

চকলেট গুলি দেখে মনে হবে যেন পিচকারি দিয়ে রং ছিটিয়ে তৈরি করা হয়েছে এই চকলেট 

ইন্টারনেটের মাধ্যমে কেক বানানোর পদ্ধতি, চকলেট বানানোর পদ্ধতি শিখে কেক ও চকলেট বানায় মন্দিরা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ব্যবসা খুব ভালো হচ্ছে বলে জানান মন্দিরা

হোলি মানেই ঠান্ডাইয়ের মজা

মন্দিরার কথায়, ঠান্ডাই ফ্লেভারের চকোলেটের চাহিদা সব থেকে বেশি 

এছাড়া রঙিন চকোলেটগুলিরও চাহিদা রয়েছে বেশ

লোকে সবসময়ই একটু নতুন কিছু চেকে দেখার পরিকল্পনা করেন তাই ঠান্ডাই ফ্লেভারের চকলেট

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন