বাঁকুড়ার জমিদার বাড়ির ইতিহাস
+ + +
+ + +
বাঁকুড়ার অযোধ্যা গ্রামের দেবোত্তর এস্টেট।
+ + +
একসময় বিশাল জমিদারি ছিল ব্যানার্জী পরিবারের।
প্রায় ২০০ বছর আগে গরীব ব্রাহ্মণ নিমাই বন্দোপাধ্যায়-এর চার ছেলে ছিল। মেজ ছেলে রামমোহন বন্দোপাধ্যায় কর্ম সংস্থানে বেরিয়ে পড়েন বাড়ি থেকে।
+ + +
তারপর কাজ খুঁজতে খুঁজতে পৌঁছে যান শ্রীরামপুরের কুঠিয়াল সাহেবের বাড়িতে।
+ + +
এখানেই কাজ পেলেন, বিশ্বাস স্থাপন করলেন এবং কুঠীয়াল সাহেবের শেষ দিন পর্যন্ত পাশে ছিলেন রামমোহন বন্দোপাধ্যায়।
রামমোহনের বিশ্বস্ততা দেখে কুঠিয়াল সাহেব নিজের বিশাল সম্পত্তির ৫০ শতাংশ দিয়ে দেন রামমোহন বন্দোপাধ্যায়কে। শুরু হয় বন্দোপাধ্যায় পরিবারের জমিদারি।
+ + +
অযোধ্যা গ্রামকে মূল কেন্দ্র করে শুরু হয় বন্দোপাধ্যায় পরিবারের জমিদারি প্রথা। বিশাল প্রতিপত্তির সাথে বিস্তৃতি পায় বন্দোপাধ্যায় পরিবারের জমিদারি।
ইংরেজের বিরুদ্ধে যাওয়ার জন্যে হারাতে হয় বেশ কিছুটা সম্পত্তি এবং জমি জমা। তবুও ইংরেজের সামনে কোনোদিন আপোষ করেনি বন্দোপাধ্যায় পরিবার।
বর্তমানে বেশিরভাগ জমি এবং সম্পত্তি সরকার অধিগ্রহণ করে নেওয়ার পর আজ পড়ে রয়েছে দেবোত্তর এস্টেট।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন