কেমন আছে ইতিহাস বিজড়িত শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ?
মুর্শিদাবাদ, এই একটি নাম জড়িত রয়েছে ইতিহাসের পরতে পরতে
খৃষ্টীয় সপ্তম শতকে গৌড়ের তথা বাংলার স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই জেলার কর্ণসুবর্ণতে
ঐতিহাসিকভাবে স্বীকৃত বাংলার প্রথম সম্রাট ছিলেন শশাঙ্ক
আর সেই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ
কর্ণসুবর্ণ হয়ে উঠেছিল স্বাধীন ঐক্যবদ্ধ বাংলার প্রথম রাজধানী
এখনকার মুর্শিদাবাদ জেলার কানসোনা গ্রামই প্রাচীন যুগের কর্ণসুবর্ণ গ্রাম
হিউয়েন সাঙ- এর লেখাতেও কর্ণসুবর্ণের উল্লেখ পাওয়া যায়
তাঁর বর্ণনা অনুযায়ী, এখানে জনবসতি ছিল যথেষ্ট। বাসিন্দারা প্রচুর ধনের অধিকারী ছিলেন
যদিও সেই একদা শশাঙ্কের রাজধানী এই কর্ণসুবর্ণ গ্রাম আজকে পরিচর্যার অভাবে ধ্বংস হতে চলেছে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন