ফ্যান এসির ভিড়েও অমলিন হাতপাখা
বাঙালীর চিরন্তন সঙ্গী তালপাতার হাত পাখা
জানেন কি কীভাবে তৈরি হয়, এই হাতপাখা
তাল গাছের পাতা বিশেষ উপায়ে পাতলা বাঁশের চাঁচারিত গোল করে বেঁধে তৈরি হয় হাত পাখা
কয়েক বছর আগে পর্যন্ত এর চাহিদা ছিল দারুন।
গরমের দু - এক মাস আগে থেকেই চাহিদা থাকত
বড় পাখা, ফোল্ডিং পাখা, ছোট পাখা, নকশা পাখার চাহিদা ছিল প্রচুর
ছোট পাতায় একটি এবং বড় পাখায় দুটি ছোট পাখা তৈরি হয়
জামাইষষ্ঠীতে নকশা পাখার চাহিদা হত কয়েক বছর আগে পর্যন্তও
বর্তমানে ছোট পাখা ২৫-৩০ টাকা, বড় পাখা ৪০০-৫০০ টাকা এবং নকশা জামাইষষ্ঠীর পাখা ১০০ টাকা দামে বিক্রি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন