একা নিরিবিলি নির্জনে রাত কাটাতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় জলের ওপর তাহলে কেমন হয়?
শিলিগুড়ি শহরের অদূরে নকশালবাড়ি ব্লকে গড়ে উঠেছে জলের উপর ভাসমান হোমস্টে
মাত্র হাজার টাকাতেই ভাসমান বাড়ির উপরে রাত কাটাতে পারবেন পর্যটকেরা
নকশালবাড়ির বাসিন্দা রূপেশ কুমার মল্লিক টিভি তে দেখেই জলের ওপর হোমস্টে বানানোর পরিকল্পনা নেন
তারপর প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে তিনি বানিয়ে ফেলেছেন ভাসমান হোমস্টে
নিজের কারিগরি বুদ্ধি লাগিয়ে জলের ড্রাম দিয়ে তার উপরে প্ল্যাঙ্কিং বসিয়ে আস্ত একটা বাড়ি বানিয়ে ফেলেছে যেটা কিনা জলের উপর ভাসছে
একই সঙ্গে তার রেস্তোরাও রয়েছে, সব অর্গানিক খাওয়ার পরিবেশন করেন তিনি
রূপেশের রেস্টুরেন্টের খাওয়া অত্যন্ত সুস্বাদু বলে দাবি পর্যটকদের
সঙ্গে প্রকৃতির সান্নিধ্য, যা মন ভাল করে দেবে
শহর এবং শহর লাগোয়া আর কোন জায়গায় এমন দৃশ্য দেখতে পাবে না কেউ
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন