৫ টাকার ম্যাংগো চা

চা বিক্রেতা রতন পাত্রের দোকানে এমনই অবাক করার মতো ঘটনা।

 স্থানীয় মানুষের কথায় আগে শুনিনি আমের সাধেরও যে চা হতে পারে। 

তবে গ্রামের ছেলে রতন পাত্র দীর্ঘদিন শুটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। 

সিনেমা অভিনেতা বিখ্যাত খেলোয়াড় বিখ্যাত মানুষদের নিজে হাতে চা তৈরি করে খাইয়েছে।

জানা যায় রতনের দোকানে  কয়েক রকমের চা তৈরি হয়। তার মধ্যে হল, আমের চা আদা তুলসীর চা, চকলেট চা।

একজন ক্রেতা শেখ আমির জানান, আম চা খেয়েছি রতন বাবুর দোকানে। তবে আগে কখনও আম চায়ের নাম শুনিনি।

সবমিলিয়ে ১৫ থেকে ২০ রকমের চা তৈরি করা সম্ভব। কিন্তু হাওড়ার বাউরিয়া গ্রামীণ এলাকা এখানে অধিকাংশ মানুষ দিনমজুর। 

 বিশেষ করে এই দোকানে তুলসী আদার চা খেলে মাথা ধরা সেরে যায়। সাধারণ মানুষের কথা ভেবে ৫ টাকার চা। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন