নিউ গোপাল ভাতের হোটেল

বর্ধমানে খাওয়া দাওয়ার কথা এলে নিশ্চয় আপনি চাইবেন যে ভালো মানের খাবার খেতে

আর যদি এই ভাল খাবার অল্প দামের মধ্যে পাওয়া যায় তাহলেই বা মন্দ কী ?

সাত থেকে আট রকমের পদ দিয়ে থালি মাত্র ৪৫ টাকা

বর্ধমান স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ, কার্জন গেট পেরিয়ে বিরহাটার দিকে একটু এগোলেই দেখতে পাবেন রাস্তার ধারে লেখা নিউ গোপাল হোটেল

না কোনও চাইনিজ আইটেম নয় বাঙালিয়ানা ঘরোয়া খাবার পাবেন এই হোটেলে

দৈনিক প্রায় অনেকেই ভিড় করেন এই নিউ গোপাল ভাতের হোটেলে

হোটেলের কর্ণধার গোপাল চৌধুরী নিজে একজন রাঁধুনি তাই প্রথম থেকেই চান ভাল খাওয়াতে

মাছ, মাংস থেকে শুরু করে পোস্তর বড়া সবই পাবেন

খাবার নিয়ে যাওয়ার জন্যেও রয়েছে প্যাকিং করার সুব্যবস্থা

বর্ধমান শহরের বুকে গত কুড়ি বছর ধরে অল্প দামে ভালো খাবার পরিবেশন করে আসছে 

ইতিমধ্যেই এক আলাদা নাম অর্জন করেছে এই নিউ গোপাল হোটেল

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন